মা
- হৃদয় পান্ডে - মাকে নিয়ে লেখা

তোমার গর্ভে ছিলাম আমি,
ছোট একটি প্রান।
তুমি খেলে আমি খেতাম,
নয়তো উপোস দিতাম।

অন্ধকার ঐ পৃথিবীতে তুমি ছিলে-
একান্ত আপন জন।
তোমার স্নেহে চলত আমার,
ছোট্ট হৃদস্পন্দ।
তার জন্য করেছ তুমি,
হাজারো কষ্ট বরন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।